• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ০৭ বছরের সাজা প্রাপ্ত মাদক মামলার  আসামি গ্রেফতার।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৪৪ পিএম;
টেকনাফ, মডেল, থানা, পুলিশ, অভিযান, ০৭ বছর, সাজা, প্রাপ্ত, মাদক, মামলা , আসামি, গ্রেফতার
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ০৭ বছরের সাজা প্রাপ্ত মাদক মামলার  আসামি গ্রেফতার।

অদ্য ২৪/১০/২৪ ইং তারিখ বিকাল ১৭.১৫ ঘটিকার সময় এসআই নিঃ মাসুম ফরহাদ সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ থানাধীন বরইতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া  দক্ষিণ খান থানার মামলা  নং ১৬(০৬)২০২০,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ৮০০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী সাব্বির আহম্মেদ প্রঃ সোনা মিয়া, পিতা মৃত হাজি হাবিবুর রহমান,  মাতা মৃত মোস্তফা খাতুন,  সাং বরইতলি,  থানা টেকনাফ,  জেলক কক্সবাজার কে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক থানা হাজতে রাখা হইল। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করণের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।.

.

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ